ভিশন: মানসম্মত কাগজ, মনিহারি ও অফিস সরঞ্জামাদি সংগ্রহপূর্বক বিতরণের মাধ্যমে বাংলাদেশ সরকারের রুপকল্প-২০৪১ ( স্মার্ট বাংলাদেশ) বাস্তবায়নে সফল ভূমিকা রাখা ।
মিশন: বার্ষিক কর্ম সম্পাদন চুক্তির সফল বাস্তবায়ন এবং স্বল্পতম সময়ে মানসম্মত কাগজ , মুদ্রণ সামগ্রী, স্টেশনারী দ্রব্য ও অফিস সরঞ্জামাদি সররকারি সকল দপ্তরে সরবরাহের মাধ্যমে স্বচ্ছতা, জবাবদিহিতা নিম্চিতকরণের পাশাপাশি সুশাসন নিশ্চিত করা।