বাংলাদেশ স্টেশনারী অফিস-টি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনস্থ মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরাধীন একটি ইউনিট অফিস । এই অফিসটি ১৯৫২ সালে তদানিন্তন পাকিস্তান আমলে তেজগাঁও শিল্পাঞ্চলে ৫.৭২ একর জমির উপর প্রতিষ্টিত হয় । তখন থেকে ১৯৮৫ সাল পর্যন্ত সমগ্র বাংলাদেশের সরকারী অফিস-আদালত, স্কুল কলেজসমূহে বরাদ্দের বিপরীতে চাহিদানুযায়ী স্টেশনারী দ্রব্য-সামগ্রী এই অফিস থেকে সরবরাহ করা হত । ১৯৮৫ সনে অধিদপ্তরের অধীনে ঢাকা, চট্রগ্রাম, বগুড়া ও খুলনায় ০৪ (চার) টি আঞ্চলিক অফিস প্রতিষ্ঠা লাভ করে ।পরবর্তীতে পর্যায়ক্রমে আরো ০৪ (চার) টি আঞ্চলিক অফিস যথাক্রমে রংপুর, সিলেট, বরিশাল ও ময়মনসিংহ প্রতিষ্ঠা লাভ করে । বর্তমানে ঢাকা আঞ্চলিক অফিস থেকে সমস্ত মন্ত্রণালয়সহ ১৬ টি জেলার, বগুড়া আঞ্চলিক অফিস থেকে ৮ টি জেলার, খুলনা আঞ্চলিক অফিস থেকে ১০ টি জেলার এবং চট্রগ্রাম আঞ্চলিক অফিস হতে ০৮ টি , রংপুর আঞ্চলিক অফিস থেকে ৮ টি জেলার, সিলেট আঞ্চলিক অফিস থেকে ৪ টি জেলার, বরিশাল আঞ্চলিক অফিস থেকে ৬ টি জেলার ও ময়মনসিংহ আঞ্চলিক অফিস থেকে ৪ টি জেলার সরকারী অফিস-আদালতের কাগজসহ স্টেশনারী দ্রব্যাদি সরবরাহ করা হয়ে থাকে ।তাছাড়া ৬৪ জেলা প্রশাসক কার্যালয়ে বাংলাদেশ সরকারের গুরূত্বপূর্ণ কার্টিজ পেপার সহ বিভিন্ন মন্ত্রণালয়ে ও সকল সরকারী দপ্তরে ফটোকপিয়ার মেশিন সরবরাহ করে থাকে । সরকারী ৩টি মুদ্রণালয়ে সরকারী বিভিন্ন গোপনীয় ও গুরূত্বপূর্ণ মুদ্রণের জন্য প্রয়োজনীয় কাগজ ও মুদ্রণ সামগ্রী সরবরাহ করাও অত্র অফিসের অন্যতম গুরূত্বপূর্ণ কাজ ।
প্রধান কার্যাবলী :
১. দেশ-বিদেশ থেকে উন্নতমানের মুদ্রণ ও অন্যান্য কাগজসহ বিভিন্ন স্টেশনারী দ্রব্য ক্রয়/সংগ্রহ করা ;
২. ক্রয়/সংগৃহিত কাগজ ও স্টেশনারী দ্রব্য মহামান্য রাষ্ট্রপতির কার্যালয়,মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়,বিভিন্ন মন্ত্রণালয়,বাংলাদেশ সুপ্রীম কোর্ট,নিম্ন-আদালত,বিভিন্ন সরকারী,আধা-সরকারী ও স্বায়ত্ত্বশাসিত অফিসে চাহিদা অনুযায়ী আঞ্চলিক অফিসসমূহের মাধ্যমে সরবরাহ করা ;
৩. বিজি প্রেস, গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস,সিকিউরিটি প্রিন্টিং প্রেসের মুদ্রণের জন্য প্রয়োজনীয় কাগজ ও মুদ্রণ সামগ্রী সরবরাহ করা ;
৪. অধিদপ্তরাধীন অফিস/প্রেসসমূহের জন্য মালামাল সংগ্রহ ,বিতরণ ও মজুদ মালামালের পরীক্ষা-নিরীক্ষাকরণ;
৫. সিকিউরিটি প্লেইন পেপার (কার্টিজ কাগজ) বিদেশ হতে আমদানী/ক্রয় করে ৬৪টি জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারী সমূহে সরাসরি সরবরাহ করা ;
৬. সিকিউরিটি প্লেইন পেপার বিক্রির মাধ্যমে সরকারের রাজস্ব আদায় নিশ্চিতকরণ এবং সরকারী সম্পদের সুষ্ঠু রক্ষণাবেক্ষণ ;
৭. বিভিন্ন সরকারী অফিস ও আদালতে ফটোকপিয়ার মেশিন সরবরাহ ;